Title
"64 Lost Mobile Phones Recovered by District Police Rajbari"
Details
‘‘জেলা পুলিশ রাজবাড়ী কর্তৃক ৬৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার”
অদ্য সকাল ১১:০০ ঘটিকায় জেলা পুলিশ রাজবাড়ী কর্তৃক ৬৪টি হারানো মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রকৃত মালিকের নিকট মোবাইল ফোন হস্তান্তর করেন মোছাঃ শামিমা পারভীন, পুলিশ সুপার, রাজবাড়ী।
অত্র জেলার ০৫টি থানার জিডির সূত্র ধরে রাজবাড়ী সদর থানার ২৭টি, গোয়ালন্দঘাট থানার ০৪টি, পাংশা মডেল থানার ০৯টি, কালুখালী থানার ১৪টি, বালিয়াকান্দি থানার ১০টি সহ ৬৪টি
হারানো মোবাইল রাজবাড়ী সহ বিভিন্ন জেলা হতে উদ্ধার পূর্বক যাচাই-বাছাই করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।
এ সময় পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন বলেন, রাজবাড়ীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ সর্বদা তৎপর। জেলা পুলিশ রাজবাড়ী প্রান্তিক মানুষের হারানো মোবাইলগুলো উদ্ধার, বিকাশ প্রতারণা, ফেসবুক রিকোভারি সহ সাইবার ক্রাইম মনিটরিং করে থাকে।
হারানো মোবাইলগুলো প্রকৃত মালিক ফিরে পেয়ে সকলে আবেগ প্রবণ হয়ে পড়েন। তারা বলেন, পুলিশের প্রতি আমাদের যে আস্থা ছিল, তা আরো বহুগুনে বেড়ে গেল। তারা রাজবাড়ী জেলা পুলিশকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব শরীফ আল রাজীব (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার জনাব মুকিত সরকার (ক্রাইম এন্ড অপস্) এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।