Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
31 men and women got jobs for 120 taka
Details
“ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা অক্টোবর ২০২৪ এর চুড়ান্ত ফলাফল প্রকাশ”


“ ১২০ টাকায় চাকরি পেলেন ৩১ জন নারী-পুরষ”


“সেবার ব্রতে চাকরি”


এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে রাজবাড়ী জেলায় নিয়োগ যোগ্য শূণ্য পদের বিপরীতে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ  অক্টোবর ২০২৪ এর চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
ড্রিল শেড পুলিশ লাইন্স, রাজবাড়ীতে টিআরসি পদে নিয়োগ পরীক্ষার সকল ধাপ অতিক্রম করে যারা চুড়ান্ত পর্যায় এসেছে, তাদের মেধাক্রম অনুযায়ী চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোছা: শামিমা পারভীন, পুলিশ সুপার, রাজবাড়ী । প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। 
শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থী অনেকে এসময় আবেগপ্রবণ হয়ে পড়েন এবং অশ্রুসিক্ত নয়নে তাদের বাংলাদেশ পুলিশে যোগদানের অনুভূতি ব্যক্ত করেন। উত্তীর্ণ  প্রার্থীদের আগামী দিনে ‘সেবার ব্রতে চাকরি’ এই মহান ব্রতে উজ্জীবিত হয়ে সততা, দেশপ্রেম এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে  বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার আহ্বান জানান পুলিশ সুপার, রাজবাড়ী।
এসময় আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যগণ।
Attachments
Publish Date
24/11/2024
Archieve Date
31/01/2025