Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Master Parade, Monthly Welfare Meeting and Crime Meeting
Details
“রাজবাড়ী জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং অপরাধ সভা অনুষ্ঠিত”



আজ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডের অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন মোছাঃ শামিমা পারভীন, পুলিশ সুপার, রাজবাড়ী । প্যারেড পরিদর্শনের সময় পুলিশ সুপার অফিসার-ফোর্সদের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মূল্যায়ন ও উত্তম পোশাকের উপর ভিত্তি করে পুরষ্কৃত করেন।


 পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন প্যারেড বাংলাদেশ পুলিশের সৌন্দর্য এবং ঐতিহ্যের অংশ। তিনি নিয়মিত প্যারেড অনুশীলন, শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহার ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নিমিত্তে সমসাময়িক বিভিন্ন বিষয়ে দিক- নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় যানবাহন শাখা, অস্ত্রাগার, রেশন স্টোর পরিদর্শন করেন পুলিশ সুপার।
মাস্টার প্যারেড শেষে পুলিশ লাইন্স ড্রিলসেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয়ের কাছে পুলিশ সদস্যরা ব্যাক্তিগত ও সমষ্টিগত বিভিন্ন দাবি-দাওয়া এবং সমস্যার কথা তুলে ধরেন । পুলিশ সুপার মহোদয় তাদের দাবি-দাওয়া এবং সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং দাবি-দাওয়া পূরণ ও সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। 
পরবর্তীতে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সামাজিক অপরাধ নিবারন, নিয়ন্ত্রন এবং প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার।
আয়োজিত মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং অপরাধ সভায় জেলা পুলিশ রাজবাড়ীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Attachments
Publish Date
20/10/2024
Archieve Date
31/12/2024